আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১২ জন নারী রয়েছেন।
আজ (২২ মার্চ) ভোর ৫টা থেকে এ অভিযান শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এ বিশেষ অভিযান চালানো হয়।
বিশেষ অভিযান শেষে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র্যাবের প্রায় পাঁচ শতাধিক সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। সে সময় ক্যাম্পের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিমাণ মাদক ছড়িয়ে পড়ে, তার উল্লেখযোগ্য অংশ জেনেভা ক্যাম্প থেকে সরবরাহ করা হয়।
এ বিষয়ে মুফতি মাহমুদ বলেন, এখানে মাদক আসার পর সেগুলো সরবরাহের জন্য ছোট ছোট শিশুদের ব্যবহার করা হচ্ছে। আজ যাদেরে আটক করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ১০ জন ইয়াবার বড় ডিলার রয়েছে। আটককৃতদের মধ্যে কেউ এর আগেও গ্রেফতার হয়েছিল, তারা জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।
-এএ