বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুন্সিগঞ্জে উরশের পরিবর্তে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নে গান বাজনা ও উরশের পরিবর্তে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি শুক্রবার শেখরনগর ইউনিয়ন সংলগ্ন সিংগার ডাক গ্রামে ডিএম মুহসিন বাদলের সভাপতিত্বে বাদ মাগরিব থেকে ওই মাহফিলটি শুরু হয়ে চলে রাত প্রায় ১১টা পর্যন্ত।

এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন টিকরপুর মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি জাকির হোসেন।

প্রধান আলোচকের বক্তব্যে মুফতি জাকির নিউজিল্যান্ডে খ্রিষ্টান সান্ত্রাসী কর্তৃক মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ওরা আমাদেরকেই মারে আবার আমাদেরকেই টেরোরিস্ট বলে। আমাদের উপর এমন মছিবত পতিত হওয়ার পিছনে আমরা নিজেরাই। প্রতিনিয়ত-ই আমরা কোরআন-সুন্নাহ থেকে দূরে সরে পরছি, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, যদি আমরা আবার আল্লাহর হয়ে যাই সারা পৃথিবী আমাদের পদতলে চলে আসবে।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সোনাহাজরা হাফিজিয়া মাদরাসার শিক্ষক মুফতি মিজানুর রহমান। এছড়াও উপস্থিত ছিলেন শেখরনগর মাঠপাড়া মসজিদের ঈমাম মুফতি ওসামা, টিকরপুর মাদরাসার শিক্ষক তাজুল ইসলাম, মাওলানা রবিউলসহ অসংখ্য ওলামা হযরত ও ধর্মপ্রাণ মুসল্লি।

আরআর


সম্পর্কিত খবর