শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভোট বর্জন করলেন ঢাকা-১৭ আসনের আন্দালিব রহমান পার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না’ অভিযোগ তুলে এবার ভোট বর্জন করলেন ঢাকা-১৭ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতকের সংসদ প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

আজ (৩০ ডিসেম্বর) রোববার দুপুর পৌনে ২টায় তিনি বারিধারার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ ঘোষণা দেন।

সাংবাদিকদের কাছে তিনি জানান, আমি আগেই বলে এসেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, তা আজও প্রমাণিত হল।

তিনি অভিযোগ তুলে বলেন, সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, বিপক্ষ দলীয় সন্ত্রাসীদের হাত থেকে নারী এজেন্টও রক্ষা পায়নি।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনের কালাচাঁদপুর হাইস্কুল ভোটকেন্দ্রে আ'লীগের বাবুল কমিশনারের নেতৃত্বে বিএনপির এজেন্টদের ওপর হামলা, মারধর করা হয়েছে। এসময় তারা এজেন্টদের কাজগপত্রও ছিনিয়ে নেয়।

হামলায় আহত অনেক এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পার্থ।

এইচএএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ