শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


৬১০ বছর পুরনো মসজিদ স্থানান্তর করলো রোবট গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ব্যাটম্যান প্রদেশে একটি পুরনো মসজিদকে একজায়গা থেকে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩০০ চাকার একটি রোবট গাড়ির সাহায্য এই স্থানান্তরের কাজ সম্পূর্ণ হয়েছে।

ওই পুরনো মসজিদের বয়স ৬১০ বছর। মসজিদটির ওজন প্রায় ছিল প্রায় ২৫০০ টন (প্রায় ২৩ লাখ কিলোগ্রাম)।


আইয়ুবি মসজিদ নামের এ মসজিদ তুরস্কের প্রাচীন শহর হাসানকেফে অবস্থিত ছিল। তুরস্কের ঠিক ওই অঞ্চলেই চতুর্থ বৃহত্তম বাঁধ ইলীসুর নির্মাণ কাজ শুরু হবে বলে ওই জায়গা থেকে মসজিদ তুলে তা বসানো হয়েছে হাসানকেফের নতুন কালচার পার্কে।

এই মসজিদ ছাড়াও খ্রিস্টান এবং মুসলিমদের প্রার্থনা স্থানের অবশিষ্টাংশ হিসেবে প্রায় ৬০০০ গুহাও রয়েছে ওই স্থানে।

১৫ শতাব্দীর এই মসজিদ স্থানান্তর করার জন্য তার তিনটি টুকরো করা হয়। যার মধ্যে দু’টি ভাগ ইতোমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে। এর ওজন ছিল প্রায় ৪৬০০ টন।

২০১৭ সালে এই মসজিদের জন্য নতুন নিরাপদ স্থান তৈরি করা হয়েছে। এখন তিনটি অংশই সেখানে পৌঁছানো হয়েছে। সূত্র-এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ