আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি অফিসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন ২০ জনের বেশি।
কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা হামলায় নিহতদের অধিকাংশই সরকারি কর্মচারী। বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় সাত ঘণ্টা ধরে গোলাগুলি হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, সোমবার রাতের ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা ও তিনজন হামলাকারীও নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাদ্যমের খবরে বলা হয়েছে, গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে একটি আত্মঘাতী হামলার পর সোমবার বিকেলের দিকে ওই হামলা শুরু করে বন্দুকধারীরা। এরপর বন্দুকধারীরা প্রতিবন্ধী ব্যক্তি ও শহিদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে।
উভয়পক্ষের মধ্যে গোলাগুলির সময় গণপূর্ত ভবনের দ্বিতীয় তলায় আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটে। এতে করে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।
ওই হামলার পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনের ভেতর থাকা ৩৫০ জনের বেশি ব্যক্তি উদ্ধারে প্রতিটি ফ্লোরে অভিযান চালায়। একজন কর্মকর্তা বলেন, জিম্মিদের সংখ্যার কথা বিবেচনা করে অনেকটা চিন্তা-ভাবনা করে অভিযান চালাতে হয়েছে তাদের।
আইএ