আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাতজনের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীরও প্রার্থীতার স্থগিতাদেশ বহাল রেখেছেন আদালত। প্রার্থীতা হারানো সবাই উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করছিলেন।
আজ সোমবার (২৪ ডিসেম্বর) প্রার্থীদের করা আপিল আবেদনের শুনানিতে সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি নুরুজ্জামান ননী হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন। হাইকোর্টের দেয়া রায় চেম্বার আদালত বহাল রাখায় প্রার্থীতা হারাচ্ছেন বিএনপির সাত এ এক স্বতন্ত্র প্রার্থী।
বিএনপির প্রার্থিতা হারানো সাতজন হলেন- ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক,ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান।
ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হলেন ময়মনসিংহ-৮ আসনের মাহমুদ হাসান সুমন।
-এটি