আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের দিন একই ভোটকক্ষে একাধিক গণমাধ্যম কর্মী ঢুকতে পারবেন না। ভোটকক্ষে নয়, নিরাপদ দূরত্ব থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। গণমাধ্যমকর্মীদের জন্য এই নীতিমালা দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে কোনো স্টিকার দেয়া হবে না। বৈধ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়ে ভোটগ্রহণের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।
সাংবাদিকরা ভোটগণনার ছবি সংগ্রহ করতে পারলেও সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারেও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে ইসির নীতিমালায়।
-এটি