আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে।
রোববার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মাহবুব তালুকদার এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে আমাদের।
মতবিনিময়ে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাহবুব তালুকদার আরও বলেন, দায়িত্ব পালনে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে। এসব বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।
আরআর