আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী সুনামির আঘাত হেনেছে। এতে অন্তত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছে ৬ শতাধিক।
বিবিসি বলছে, দেশটির সান্দা স্ট্রেইট উপকূলে শনিবার ভয়াবহ এই সুনামি আঘাত হানে। এতে বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিখোঁজ রয়েছে অনেকেই।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ভয়াবহ এ সুনামিতে ৪৩০টি বাড়ি ও ৯টি হোটেল ক্ষতিগ্রস্থ হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে সম্ভবত এ সুনামির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও গত সেপ্টেম্বরে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। এতে নিহত হয়েছিলেন প্রায় ২ হাজার মানুষ।
আরআর