আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করতে গিয়ে পশ্চিমবঙ্গে পুলিশের হাতে একসঙ্গে ১৩ রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে।
ধৃত নারী ও পুরুষদের দলে পাঁচজন শিশু রয়েছে। তারা প্রত্যেকেই নিজেদের মিয়ানমারের নাগরিক বলে শিকারুক্তি দেয় পুলিশের কাছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে তাদেরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় হাবড়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রোহিঙ্গাদের এই দলটি মায়ানমার থেকে প্রথমে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।তারপর বাংলাদেশ থেকে দালাল ধরে অবৈধভাবে চোরাপথে সীমান্ত পেরিয়ে বৃহস্পতিবার বিকালে ভারতে ঢোকে।
তারা বেনাপোল ও পেট্রাপোলের কাছে থেকে চোরাপথে ভারতে অনুপ্রবেশ করে রাতে এসে আশ্রয় নেয় সীমান্তবর্তী মছলন্দপুর বাসষ্ট্যান্ড এলাকায়।শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে সেখান থেকে বাসে করে তাদের কলকাতায় যাওয়ার কথা ছিলো।
বৃহস্পতিবার রাতে পুলিশ টহল দেওয়ার সময় একসঙ্গে এতজন রোহিঙ্গাদের দেখে সন্দেহ করে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা অবৈধভাবে দালাল ধরে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাদের বারাসত আদালতে তোলা হবে বলেও তিনি জানিয়েছেন।
-এটি