আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করায় আচরণ বিধির লঙ্ঘন হয়েছে। এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দীদার বখত।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া লিখিত অভিযোগে দীদার বখত বলেছেন, তার আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে নিজের দল ওয়ার্কার্স পাটির প্রধান রাশেদ খান মেননের ছবি ব্যবহার না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন, যা আচরণবিধির লঙ্ঘন।
এই ছবি ব্যবহার করে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। সেই সঙ্গে তার সুনাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপচেষ্টা করা হয়েছে।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে মোস্তফা লুৎফুল্লাহর যথাযথ বিচার করার দাবি জানানো হয়েছে লাঙ্গলের প্রার্থীর চিঠিতে।
‘তারেক রহমান ড. কামালকে ভাড়া করেছে’