আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।
সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এমন কথা জানিয়েছেন ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে সংবাদ সম্মেলনে জাতিসংঘ-মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
এটি অবশ্য নীতিগত বিষয়ে, যেখানেই নির্বাচন হোক না কেন, তা অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে।
তিনি আরও বলেন, জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আরআর