আওয়ার ইসলাম: রোহিঙ্গা নিধন অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সিনেটরদের একটি দ্বিপাক্ষিক গ্রুপ।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
গত বছরের আগস্টে রাখাইনে সেনাদের রোহিঙ্গা নিপীড়নের মুখে ৭ লাখ মানুষ পালিয়ে আসে বাংলাদেশে। একে জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্যরা।
পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর কাছে পাঠানো এক চিঠিতে গ্রুপটি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদনে গণহত্যার পরিষ্কার প্রমাণ উপস্থিত থাকা সত্ত্বেও মন্ত্রণালয় গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়ায় আমরা হতভম্ব।
তারা বলেন, কোনো রকম অভিযোগ ছাড়াই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করাকে গণহত্যা আখ্যা দেয়াই যুক্তিযুক্ত।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনদেজের নেতৃত্বে ওই চিঠিতে স্বাক্ষর করেন, রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও, সুসান কলিন্স এবং ডেমোক্রেট সিনেটর এড মার্কি, টিম কেইন, বেন কার্ডিন ও জেফ মার্কলি।
আরআর