আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগেই, (অর্থ্যাৎ ২৪ ডিসেম্বরের মধ্যে) সকল বৈধ অস্ত্র জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি।
চিঠিতে আরো বলা হয়, ২৪ ডিসেম্বরের মধ্যে প্রার্থী ছাড়া অন্যান্যদের বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানা অথবা ট্রেজারিতে জমা দিতে হবে। তবে সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা অনুরূপ নিরাপত্তা কাজে ব্যবহৃত বৈধ অস্ত্র জমা দেয়ার বিষয়টি সিদ্ধান্তের বাইরে থাকবে।
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহমদ খান সই ওই চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানানো হয় বলেও জানা যায়।
-এটি