আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টানেটের গতি কমানো নিয়ে সিইসির চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করে বলেন, ইন্টারনেটের গতি কমবে কেন? ইন্টারনেটের গতি তো ফার্স্ট হওয়ার কথা। আপনারা কি দেখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্সে নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমিয়েছে।
নির্বাচন কমিশন গণতন্ত্রকে সঙ্কুচিত করছে নিজেদের স্বাধীনতা খর্ব করে। সিইসির এ চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, আদালতের নিরপেক্ষতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন মৃদু গুঞ্জন নয়। মানুষের শেষ আশ্রয় যদি নষ্ট হয় তাহলে চরম নৈরাজ্য শুরু হবে।
ভোটে সেনাবাহিনীকে নামানো নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, গুঞ্জন আছে সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদের ব্যারাকে রাখা হবে। এটি একটি অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্ব লক্ষণ।
তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান নিশ্চিত করার জন্য, মানুষের মন থেকে ভয়ভীতি দূর করার জন্য, আশঙ্কা দূরীভূত করার জন্য অবিলম্বে ম্যাজিস্টেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ের দায়িত্ব দিন। না হয় এ ভোট নিয়ে জনগণ সন্তুষ্ট হতে পারবে না।
ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন