আবদুল্লাহ তামিম
দীর্ঘদিন ধরে চলে আসা ইয়েমেনের যুদ্ধ বিরতি কাল কার্যকর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুপক্ষই। হুদেইদাহ বন্দরে বৃহস্পতিবার সংঘাতের পর এ সিদ্ধান্ত নেয় তারা।
জাতিসংঘ ও মিশরের মধ্যস্থতায় সুইডেনে চলছে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের বৈঠক। ২০১৫ সাল থেকে সরকারের সঙ্গে হুতিদের সংঘাতে বিপর্যস্ত সাধারণ ইয়েমেনিরা। বিদ্রোহীদের সমর্থনে ওই বছর থেকে সরকারি বাহিনীর ওপর সৌদি জোট বিমান হামলা শুরু করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।
দেশটির সবচেয়ে বড় নৌ-বন্দর হুদেইদাহ অবরুদ্ধ হয়ে পড়লে, দুর্ভিক্ষ দেখা দেয় ইয়েমেনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে চার বছরের গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত ১০ হাজার মানুষ। দুর্ভিক্ষের মুখে দুই কোটিরও বেশি ইয়েমেনি। সূত্র: আনাদোলু এজেন্সি
নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল