আওয়ার ইসলাম: আফগানিস্তানে মার্কিন হামলা বিষয়ে বিষ্ফোরক তথ্য দিলেন আমেরিকার গবেষক জেমস হেনরি ফিটজার।
তিনি বলেছেন, আফগানিস্তানে মজুদ থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ ‘লিথিয়াম’ লুট করতেই ২০০১ সালে দেশটি মার্কিন আগ্রাসন হয়।
রোববার ইরানের প্রেস টেলিভিশনকে দেয়া এক স্বাক্ষাৎকারে তিনি এমন তথ্য দেন।
জেমস হেনরি আরও অভিযোগ করেন, আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবার পর মার্কিন সেনারা সেখানে আফিম চাষে সহায়তা করেছে।
জেমস হেনরি ফিটজার একজন মার্কিন খ্যাতিমান শিক্ষাবিদ যিনি ভেটারান্স ট্রুথ ম্যাগাজিনের সাংবাদিক ও নাইন/ইলেভেন বিষয়ক গবেষক।
হেনরি ফিটজার জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বিশ্ব বাণিজ্যকেন্দ্র ও পেন্টাগনে যে হামলা হয়েছিল তার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক ছিল না। আফগানিস্তানকে দোষারোপ করে সেখানে আগ্রাসন চালানোর পথ তৈরি করা হয়।
৯/১১-এর হামলায় আফগানিস্তান জড়িত ছিল এটা হাস্যকর এবং অবিশ্বাস্য বলেও মন্তব্য করেন তিনি।
গত বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ড্যানফোর্ড এক অনুষ্ঠানে বলেন, ৯/১১-এর মতো আরেকটি হামলা ঠেকানোর জন্য আমেরিকা ও ন্যাটোর স্বার্থে এআফগানিস্তানে মার্কিন সেনা রাখতে হবে।
জোসেফ ড্যানফোর্ডের ওই মন্তব্যের প্রেক্ষিতে প্রফেসর হেনরি ফিটজার এসব কথা বলেন।
‘বিএনপি ক্ষমতায় গেলে বগুড়াকে বিভাগ করা হবে’
আরআর