আওয়ার ইসলাম: ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে যাচ্ছে কংগ্রেস। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভার নির্বাচনে বিপর্যস্ত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
রাজ্যগুলোর মধ্যে মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে ১০৪টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে রয়েছে ৯৬টি আসনে।
রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১০১। সেখানে কংগ্রেস ১০১টি আসনে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে। বিজেপি এগিয়ে ৭৮টি আসনে।
৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় রাজ্যে ম্যাজিক ফিগার ৪৬। এই রাজ্যে কংগ্রেস ৫২টি আসনে এগিয়ে রয়েছে। ২৫টি আসনে এগিয়ে বিজেপি।
অন্যদিকে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)-ই ফের ক্ষমতায় আসতে চলেছে। তেলেঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে টিআরএস-এআইএমআইএম জোট ৮২টি আসনে এগিয়ে রয়েছে।
টিডিপি-কংগ্রেস জোট এগিয়ে ২৫ আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ৬টিতে। এই রাজ্যে ফের মুখ্যমন্ত্রীর পদে কে. চন্দ্রশেখর রাও’এর বসাটা একপ্রকার নিশ্চিত।
উত্তর-পূর্ব ভারতের মিজোরামে ক্ষমতাসীন দল জাতীয় কংগ্রেস-এর তুলনায় ভাল ফল করতে চলেছে বিরোধীদল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)।
রাজ্যটির ৪০টি আসনের মধ্যে এমএনএফ ২৫টি আসনে এগিয়ে রয়েছে, ১০ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে মাত্র ১টি আসনে।
কুড়ি সিদ্দিকীর জন্য ভোট চাইছেন কাদের সিদ্দিকী
আরআর