বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম: গত শনিবার (১ ডিসেম্বর) টঙ্গীর তুরাগ নদির তীরে বিশ্ব ইজতেমার ময়দানে আগত তাবলীগ জামাতের আলেম-উলামা, ছাত্র, শিক্ষক ও সাধারণ সাথীদের উপর সাদপন্থীদের বর্বর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর মুগদা থানা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। মুগদা থানা ইমাম,উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তফাজ্জল হুসাইন, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসা প্রিন্সিপাল মুফতি জুবায়ের আহমাদ, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মুগদা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি ইহসানুল হক জিলানীসহ মুগদা থানার শীর্ষস্থানীয় আলেমগণ।

জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি জুবায়ের আহমাদ বলেন, প্রতি বছরের মত এবারো বিশ্ব ইজতিমা ময়দানের প্রস্তুতিমূলক কাজ করছিলেন হাজার হাজার তাবলীগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকগণ।

কর্মরত অবস্থায় সাদপন্থী ওয়াসিফ,নাসিমদের অনুসারীরা অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে গেট ভেঙ্গে অতর্কিত তাদের ওপর হামলা চালায়।

তিনি আরো বলেন, ইতিহাসের বর্বর হামলার নীলনকশাকারী মূলহোতা ফরীদ উদ্দীন মাসঊদ, ওয়াসিফ, নাসিম ও আশরাফ আলী প্রমুখের তীব্র নিন্দা জানান। দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের আওতায় আনার দাবী জানান৷ সমাবেশ শেষে মাওলানা তফাজ্জল হুসাইন নিহত আহত ব্যক্তিদের জন্য দুয়া করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ