ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি
তাবলীগ জামাতের বিতর্কিত আমীর, ভারতের মাওলানা সাদ এর অনুসারিদের তওবা করে সঠিক পথে ফিরে আসার আহবান জানিয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
হেফাজত আমীর আল্লামা আহমদ শফী মাওলানা সাদের অনুসারিদের উদ্দেশ্যে বলেন, মাওলানা সাদ এর বিতর্কিত ও মনগড়া তাফসির এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা-বিশ্বাসবিরোধি বয়ান সম্পর্কে বিশ্বের শীর্ষ আলেমগণ ফতোয়া দিয়েছেন। তার অনুসরণ বৈধ নয় বলে ঘোষণা দিয়েছেন।
এরপরও যারা তার অনুসরণ করে চলেছেন, বাংলাদেশে তার পক্ষে কাজ করছেন তাদের বলবো, আপনারা তওবা করুন। আলেমদের দেখানো পথে দাওয়াতে তাবলীগের মেহনত করুন।
হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩দিনব্যাপি তাফসীর ও কেরাত মাহফিলের সমাপনী দিবস (৭ডিসেম্বর) শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আহমদ শফী এমন আহবান জানান।
তিনি আরো বলেন, আলেমগণ নবী-রাসূলের উত্তরাধিকারি। তাদের নির্দেশিত পথে জনসাধারণের চলা উচিত। তারা কুরঅান-সুন্নাহ বিষয়ে বেশি অবগত। যারা আলেম সমাজের গায়ে হাত তুলেছেন, আক্রমণ করেছেন তাদের তওবা করা উচিৎ।
তিনি উদাত্ত আহবান জানিয়ে বলেন, ভারতের বিতর্কিত মাওলানা সাদের অনুসরণ থেকে ফিরে আসুন! শান্তিপ্রিয় মুসলমানদের মাঝে বিভেদ-বিশৃংখলাকারি চিহ্নিত মওলভী ও তাবলীগের কথিত মুরব্বীদের ব্যাপারে সজাগ থাকুন।
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শফী আরো বলেন, মাওলানা সাদের অনুসারীরা টঙ্গির মাঠ দখল করার জন্য গত ১ডিসেম্বর টঙ্গি মাঠে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ১ হাজারের অধিক নিরীহ তাবলীগী সাথি, আলেম সমাজ ও মাদরাসা ছাত্রদের মারাত্মকভাবে আহত করেছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সাধ্যানুযায়ি তাদের সেবা করুন। তাদের পাশে দাঁড়ান।
মুহাম্মাদ আহসান উল্লাহর সঞ্চালনায় তাফসির মাহফিলে ৪র্থ পর্বের অধিবেশনে যথাক্রমে সভাপতিত্ব করেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা আনাস মাদানী।
৩ দিনব্যাপি তাফসীর মাহফিলের সমাপনী দিবসে আরো বয়ান করেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, মাওলানা ইসমাঈল খান, ড. নূরুল আবছার, মুফতী রাফি বিন মুনির প্রমুখ।
এইচএএম