আওয়ার ইসলাম: গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ১১ বার আলোচনায় বসতে চেয়েছেন। তবে ট্রাম্পের সে আবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। আল জাজিরা
সম্প্রতি এমনটিই দাবি করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
রুহানি বলেন, ট্রাম্পের সব অনুরোধই প্রত্যাখান করেছে ইরান। এর ফলে হেরেছে যুক্তরাষ্ট্র। আর জিতেছে ইরান।
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র। দেশটি একদিকে আন্তর্জাতিক ইরানি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে, অন্যদিকে ইরানের ওপর আবার আরোপ করেছে নিষেধাজ্ঞা।
রুহানি দানি করেন, গত বছর যুক্তরাষ্ট্র আটবার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে ইরানকে। আর এই বছর পরোক্ষভাবে দিয়েছে তিনবার।
ইরান এর আগেও অনেক বার জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ফল পাওয়া কষ্টকর। এ জন্য বরবারই আলোচনা প্রস্তাবকে নাকচ করেছে দেশটি।
আরআর