১০ ডিসেম্বর রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন।
জনসভার জন্য অনুমতি চেয়ে পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানান রিজভি।
তিনি বলেন, আশা করছি, ১০ ডিসেম্বর (সোমবার) ঐক্যফ্রন্ট সমাবেশের অনুমোদন পাবে এবং সার্থক জনসভা হবে।
রিজভি আরো বলেন, সরকার খালেদা জিয়াকে অযৌক্তিকভাবে কারাগারে আটকে রেখেছে। সরকার জানে, অন্যায় পথে নির্বাচন অনুষ্ঠান ছাড়া জনসমর্থনশূন্য আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের অন্য কোনো উপায় নেই। তাই নির্বাচনী ব্যবস্থা এবং আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবার ক্ষমতায় যেতে চান।
তিনি বলেন, এসব দূরভিসন্ধি নিয়েই বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।
১৫০ আসনে বিএনপির একক প্রার্থী তালিকায় যারা
আরআর