বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সড়ক দূর্ঘটনায় খুলনার বিশিষ্ট আলেম মাওলানা ঈসা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: খুলনার ঐতিহ্যবাহী ইমদাদুল উলুম রশিদিয়া মাদরাসার শিক্ষক ও পাটশিল্প মসজিদর ইমাম তরুণ আলেমে দ্বীন মাওলানা ঈসা বিন হায়দার (৩৫) সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল ভোর পৌনে ছয়টায় মসজিদে নামাজে আসার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে আহত অবস্থায় ঢাকায় আনার সময় পথেই ইন্তেকাল করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জনাজার ইমামতি করেন মরহুমের বড় ভাই খুলনার বিশিষ্ট আলেম মুফতি গোলামুর রহমান।

মুফতি ঈসা বিন হায়দারে জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি মুন্নুজান সুফিয়ানের প্রতিনিধি, খুলনা ইমাম পরিষদের সেক্রেটারী গোলাম কিবরিয়া, খুলনা দারুল উলুমের মোহতামিম হাফেজ মোশতাক আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর আমীর আব্দুল আউয়াল ও খুলনার শীর্ষস্থানীয় আলিম-তালাবাসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

বরেণ্য এই আলেমে দ্বীনের মৃত্যুতে খুলনাঞ্চলে হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী ও গুণগ্রাহীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পিতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য মুফতি ঈসা বিন হায়দার দক্ষিন বঙ্গের বরেণ্য আলেম ও লেখক মুফতি গোলামুর রহমান'র কনিষ্ঠ সহোদর।

জানাজা শেষে মুফতি ঈসা বিন হায়দারকে খালিশপুরের গোয়ালখালী গোরস্থানে সমাহিত করা হয়।

‘ত‌ওবা করে সাদপন্থীদের তাবলিগে ফেরা উচিত’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ