আওয়ার ইসলাম: নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধের জেরে দুই কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে এখন পর্যন্ত। কালিয়া উপজেলার নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন গ্রামের সাদেক মোল্লার ছেলে ইমান আলী (৩৫) ও ফহম উদ্দিনের ছেলে রুকু মোল্লা (৩২)। ওসি আলমগীর আরো জানান, কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন ও কান্দুরী গ্রামের ওলিয়ার মোল্লর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।
সকালে ওলিয়ার মোল্লার লোকজন নিজেদের জমিতে আমন ধান কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধলে গুলিতে দুইজন নিহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।