আওয়ার ইসলাম: চলতি সরকারের শেষ মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিকভাবে সবার কাছে বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনা বলেন, আজ মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না।
তিনি বলেন, আগামীতে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। আমরা ক্ষমতায় আসলে আবার দেখা হবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।
বৈঠক শেষে একাধিক মন্ত্রী গণমাধ্যমকে এসব জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রার্থিতা বহালে ২২ জনের আবেদন ইসিতে