আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের হুকুম পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) হয় অন্ধ, না হয় কানা। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কতিপয় কমিশনার সরকারের পক্ষে কাজ করছেন।
ইসি, পুলিশ প্রশাসন, আইন-আদালত, বিচারিক প্রক্রিয়া সবকিছুর ওপরই সরকার যেন সিন্দাবাদের মতো সওয়ার হয়ে আছে।’
রবিবার (২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে ফরমের দুইপাশ থেকে ধরে আছেন পুলিশের দুই জন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
অর্থাৎ পুলিশ কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন তারা আওয়ামী লীগের পক্ষে। অথচ এক্ষেত্রে নির্বাচন কমিশন উদাস কবির মতো আকাশের দিকে তাকিয়ে থাকলো। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য কোনও ব্যবস্থা নিলো না।’
তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার শুরু থেকে নির্বাচনের পরিবেশ অবনতিশীল। নৌকার পক্ষে হালে পানি না পাওয়ায় বিএনপিসহ বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে এবং গ্রেফতার করেই যাচ্ছে সরকার।
এতেও তাদের সাধ মিটছে না। প্রার্থীসহ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা।’
কেপি