আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে হবে বলে জানা গেছে।
আজ রোববার ইসি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।
পার্থী বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান জানান, নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৮ নভেম্বর।
রোববার ছিল মনোনয়ন যাচাই–বাছাইয়ের শেষ দিন। এদিন বাছাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সময়ের কয়েকজন আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।