আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেন ইস্যুতে কথা বলতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
এ ব্যাপারে থেরেসা মে বলেন, ‘সৌদি আরবের যুবরাজের সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে জামাল খাশোগির ঘটনা ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে কথা বলবো। যারা ওই ঘটনার জন্য দায়ী, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি করবো।’
ইয়েমেন ইস্যু নিয়ে থেরেসা মে বলেন, ‘সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এই সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই।’
আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। গুঞ্জন ছিল, এখানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
তবে শেষপর্যন্ত জানা গেছে, তেমন কোনো বৈঠক হচ্ছে না।
অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুহাম্মদ বিন সালমানের। এরই মধ্যে জানা গেলো, এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীও তার সঙ্গে কথা বলতে আগ্রহী।
জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে সৌদি আরবের। ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসে মুহাম্মদ বিন সালমানের। যদিও যুবরাজের দাবি, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
এএম