বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রসাশনের বাধায় কুমিল্লায় ছাত্র জমিয়তের সম্মেলন পণ্ড; নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ কুমিল্লা জেলার কর্মী সম্মেলন প্রশাসন ও সরকারি দলের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আজ এক বিবৃতিতে জেলা ছাত্র জমিয়তের সম্মেলনে প্রশাসন ও সরকারি দলের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি এম সাইফুর রহমান।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন কতৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আজ ২৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিতব্য জেলা ছাত্র জমিয়তের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিশদলীয় জোটের শীর্ষ নেতা ও জমিয়ত মহাসচিব আল্লামা নুর হুসাইন কাসেমীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে স্থানীয় সরকার দলীয় এমপি বাহারের যোগসাজশে প্রশাসনের বাধায় সম্মেলনটি পণ্ড হয়ে যায় ৷

তিনি আরো বলেন, প্রশাসন ও সরকারি দলের সমুহ বাধা-বিপত্তির কথা মাথায় রেখেই স্থানীয় দায়ীত্বশীলগণ শহরের একটি মাদরাসার নিজস্ব মিলনায়তনে বলতে গেলে প্রায় ঘরোয়াভাবেই সম্মেলনটির আয়োজন করে ৷ এতদসত্ত্বেও প্রশাসন ও সরকারি দলের লোকজন তা ভণ্ডুল করে দেয়।

দলের সভাপতি দেশবাসী ও সচেতন নাগরিক সমাজের প্রতি উদ্বাত্ত আহ্বান রেখে বলেন, বর্তমান দলান্ধ ফেসিষ্ট সরকারের অধীনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠ হওয়ার প্রশ্নে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সর্বমহলে ইতোমধ্যেই তীব্র শংকা বিরাজমান ৷ এহেন পরিস্থিতিতে এই নব্য বাকশালী সরকারের অধীনে নিরপেক্ষ হওয়ার ব্যপারে কতটুকু নিশ্চয়তার বার্তা দেয়? তা সচেতন দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল!!

আমরা উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ৷ সেইসাথে জনগণের ভোটাধিকার পুণরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে বিশদলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সম্মিলিতভাবে যে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে, তাতে সজাগ দৃষ্টি রেখে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে আপামর ছাত্রসমাজ ও সচেতন দেশবাসীর প্রতি আমার উদাত্ব আহবান জানাচ্ছি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ