আওয়ার ইসলাম: অনুমতি না পাওয়ায় আয়োজন সম্পন্ন করেও টাঙ্গাইলে হচ্ছে না ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল।
ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার উদ্যোগে ৩দিন ব্যাপি ১৮তম এ মাহফিলের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে জেলা রিটানিং কর্মকর্তার অনুমোদন পাওয়া যায়নি। যার ফলে আয়োজন সম্পন্ন করেও হচ্ছে না মাহফিল।
জানা যায়, এ বছর আগেই মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মাহফিলের তারিখ নির্ধারিত ছিল। বেশ লম্বা সময় আগে থেকেই এই মাহফিল আয়োজনের কার্যক্রম চলে আসছিল। ইতোমধ্যে মাহফিল বাবদ আয়োজকদের বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় হয়ে গেছে বলেও আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ কারণে এলাকাবাসী ও মাহফিল আয়োজকগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
আয়োজকরা জানান, দীর্ঘ ১৭ বছর যাবত শান্তিপূর্ণভাবে এই মাহফিলটি হয়ে আসছে। প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ নেন। হঠাৎ মাহফিলটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে ক্ষোভ ও অসন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ফরিদ হোসাইন মাহফিল বন্ধের নিন্দা জানিয়ে বলেন, জেলা রিটানিং কর্মকর্তা তাদের মাহফিলের অনুমতি দেয়নি। পূর্বনির্ধারিত মাহফিলের অনুমতি না পাওয়ায় তারা মর্মাহত ও হতাশ।
তিনি বলেন, ইসির নির্দেশনা অনুযায়ীই তাদের অনুমতি পাওয়ার সুযোগ ছিল। মাহফিলে নির্বাচনের কোনো প্রচারও হয় না। এরপরও কেন অনুমতি দেয়া হলো না তা প্রশাসনই ভালো বলতে পারবে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে কোনো প্রকার মাহফিলের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পূর্বনির্ধারিত মাহফিলের অনুমতির ব্যাপারে জানতে চাইলে এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা তা বিবেচনা করবেন বলে জানান তিনি।
‘নির্বাচনের ইস্যুতে মাহফিল বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা গভীর ষড়যন্ত্র’
আরআর