আওয়ার ইসলাম : হাটহাজারীর ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৫ আসনের ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী মাওলানা মঈনুদ্দীন রুহী।
দারুল উলূম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা হামেদ রহ. এর ছেলে মাওলানা সাইফুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় হাটহাজারীর সর্বস্তরের ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ওলামায়ে কেরামের উদ্দেশ্যে মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, আমার কোনো রাজনৈতিক উচ্চবিলাস নেই। আমি একমাত্র কোরান সুন্নাহর কথা বলার জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি দেশ ও ইসলামের পক্ষে কাজ করে যেতে চাই।
তিনি আরো বলেন, আমি হাটহাজারীর সন্তান, আমি চাই হাটহাজারীর মানুষের খেদমত করতে। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং উন্নত, সমৃদ্ধ, শান্তির এলাকা গড়তে।
সভায় বক্তাগণ বলেন, হাটহাজারী হলো বাংলাদেশে ইসলামের রাজধানী, ইলমের মরকাজ। সবাই আশা করে এই হাটহাজারী থেকে একজন আলেম নির্বাচন করুক। মাওলানা মঈনুদ্দিন রুহী নির্বাচনে আশায় আমাদের মনের আশা পূরণ হয়েছে।
আলেমগণ বলেন, ভোট হলো একটি আমানত, এই আমানতকে যথাযথ প্রয়োগ করতে হবে। আমরা অতীতে হাটহাজারীতে সুযোগ পাইনি, এখন সুযোগ এসেছে আমাদের আমানত যথাযথ প্রয়োগ করার।
সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার, মেখল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আলী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু আহমদ শাহ, মাওলানা জমিরউদ্দীন, মাওলানা হাফেজ মুহাম্মদ ওমর, মাওলানা হাবিবুল্লাহ নদভী, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মাওলানা হাজী মোজাম্মেল হক, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা কাজী শফি উল্লাহ প্রমুখ।