বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুমিল্লায় বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ।

গতকাল সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। জেলার সদর দক্ষিণ মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদেশটি বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন—মো. আবুল বাসার (৪২), সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ (৫০), আবুল বাসার (৪০), আবুল খায়ের (৩৫), জাফর আহম্মেদ (৪৮), কবির আহমেদ (৪০), জাকির হোসেন (৩৫), শাহজাহান মোল্লা (৪০) ও ভিপি আবদুল্লাহ (৩৮)।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লামপুর এলাকায় বিস্ফোরক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর সদর দক্ষিণ মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গাজী। এ মামলার নয়জন আসামি গত ৮ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, এ মামলায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

ঐক্যফ্রন্টের ইশতেহারে কওমি শিক্ষার্থীদের চাকরি প্রসঙ্গ

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ