শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

স্পেনে প্রিন্সিপাল হাবীবুর রহমানের মাগফিরাত কামনায় দুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা, স্পেনের উদ্যোগ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. এর রুহের মাগফিরাত কামনা করে তাৎক্ষানিক আলোচনা ও দু’আ মাহফিল আয়োজন করা হয়।

১৯ আক্টোবর শুক্রবার বাদ আসর শাহজালাল জামে মসজিদ বার্সেলোনায় মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায় ও মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচন করা হয়।

বক্তাগণ বলেন, তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ট হুঙ্কার। পৃথিবীর কোথাও ইসলাম আর মুসলমানের সংকটে তিনি অগ্রনি ভূমিকা পালন করতেন। তার এ অবদান শোধ হওয়ার নয়।

তারা বলেন, জাতি সত্যিকারের একজন অভিভাবক হরালো। যা সহজে পূরণ হওয়ার নায়।

আলোচনায় অংশগ্রহণ করেন, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাঈল আহমদ, সান্তাকলমা মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক, সিরাতে মুস্তাকিম অর্থ সম্পাদক মাওলানা বাদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রায়হান আহমদ, ইসলামিক ফোরাম বার্সেলোনার সেক্রেটারী মাসুম আহমদ, কমিউটি নেতা হাজি আবু বকর, শাহজালাল মসজিদের পেশ ইমাম নজমুল ইসলাম, সিরাতে মুস্তাকীমের সদস্য মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আবদুল মালিক, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা নেসার আহমদ, ইসলামিক ফোরাম নেতা সামসুর রাহমান, বিশিষ্ট সংগঠক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদসহ  কমিউনিটি ব্যক্তিত্বগণ।

পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দু’আ পরিচালনা করেন প্রিন্সিপালের হতে গড়া ছাত্র দারুল কোরআন ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল হাবীবুর রহমান ইন্তেকাল করেন। সিলেট আলিয়া মাদরাসা মাঠে তার জানাজায় অংশ নেন লাখো মানুষ।

সিলেটের আলেম জনতা মেয়র সাংসদ, জলে ভেজা সবার চোখ

হৃদয়ে প্রিন্সিপাল

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ