শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

স্পেনে প্রিন্সিপাল হাবীবুর রহমানের মাগফিরাত কামনায় দুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা, স্পেনের উদ্যোগ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. এর রুহের মাগফিরাত কামনা করে তাৎক্ষানিক আলোচনা ও দু’আ মাহফিল আয়োজন করা হয়।

১৯ আক্টোবর শুক্রবার বাদ আসর শাহজালাল জামে মসজিদ বার্সেলোনায় মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায় ও মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচন করা হয়।

বক্তাগণ বলেন, তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ট হুঙ্কার। পৃথিবীর কোথাও ইসলাম আর মুসলমানের সংকটে তিনি অগ্রনি ভূমিকা পালন করতেন। তার এ অবদান শোধ হওয়ার নয়।

তারা বলেন, জাতি সত্যিকারের একজন অভিভাবক হরালো। যা সহজে পূরণ হওয়ার নায়।

আলোচনায় অংশগ্রহণ করেন, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাঈল আহমদ, সান্তাকলমা মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক, সিরাতে মুস্তাকিম অর্থ সম্পাদক মাওলানা বাদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রায়হান আহমদ, ইসলামিক ফোরাম বার্সেলোনার সেক্রেটারী মাসুম আহমদ, কমিউটি নেতা হাজি আবু বকর, শাহজালাল মসজিদের পেশ ইমাম নজমুল ইসলাম, সিরাতে মুস্তাকীমের সদস্য মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আবদুল মালিক, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা নেসার আহমদ, ইসলামিক ফোরাম নেতা সামসুর রাহমান, বিশিষ্ট সংগঠক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদসহ  কমিউনিটি ব্যক্তিত্বগণ।

পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দু’আ পরিচালনা করেন প্রিন্সিপালের হতে গড়া ছাত্র দারুল কোরআন ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল হাবীবুর রহমান ইন্তেকাল করেন। সিলেট আলিয়া মাদরাসা মাঠে তার জানাজায় অংশ নেন লাখো মানুষ।

সিলেটের আলেম জনতা মেয়র সাংসদ, জলে ভেজা সবার চোখ

হৃদয়ে প্রিন্সিপাল

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ