আওয়ার ইসলাম: এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী তিনজন হলেন- এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার।
আজ বুধবার সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
রসায়নে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীদের মধ্যে এইচ আর্নল্ড এনজাইমের বিবর্তনের পরিচালনার জন্য নোবেলের ৫০ শতাংশ পেয়েছেন।
আর বাকি ৫০ শতাংশের মধ্যে অর্ধেক করে পেয়েছেন জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার। ২৫ শতাংশ করে দুইজন পেয়েছেন পেপটাইড এবং অ্যান্টিবডির ফেজ প্রদর্শন করার জন্য।
সূত্র: দ্য গার্ডিয়ান
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প