আওয়ার ইসলাম: পুরো অক্টোবর জুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে দুই একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের প্রথমার্ধেই মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেবে।
এতে সেপ্টেম্বরের তুলনায় এ মাসে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। এছাড়া দুই একটি নদীর পানি সামান্য বাড়লেও বেশিরভাগ নদীর পানিই প্রবাহিত হবে বিপৎসীমার নিচ দিয়ে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে ৪৩ দশমিক ৬ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে।
ইয়েমেনে যুদ্ধ বন্ধে প্রতিবন্ধি কিশোরীর করুন আকুতি