আওয়ার ইসলান: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর সৃষ্টি হয় সুনামি; সুনামিতে নিহতদের উদ্ধার অভিযানে আরো কয়েকটি মরদেহ উদ্ধারের সন্ধান মিলেছে।
ভূমিকম্পের আঘাতে ধ্বংস হয় পালু শহরের একটি গির্জা। তার ধ্বংসস্তুপের নিচে নতুন করে সন্ধান পাওয়া ৩৪টি মরদেহ শিক্ষার্থীদের বলে জানিয়েছেন উদ্ধার সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (০২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, পালু শহরের থেকে একটু দূরে সিগি জেলার একটি গির্জায় শিক্ষার্থীদের মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ভূমিকম্পর সময় তারা প্রার্থনারত ছিলেন। মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে। তবে প্রচুর কাদার কারণে উদ্ধার কার্যক্রম বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্পের পর ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে সুনামি সর্তকত জারি করা হয়। পরবর্তীতে ওই অঞ্চলে প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, অনেকেই পাথরের স্তুপের নিচে চাপা পড়ে আছেন। এতে যত দিন যাবে মৃত্যুর সংখ্যা ততো বাড়বে।
চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী
আরএম/