আওয়ার ইসলাম: জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেছেন, নামাজ পড়ার জন্যে মসজিদ অবশ্যক নয় বলে রায় হলে এই রায়টি শুধু বাবরি মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তীকালে এই রায়ের মাধ্যমে ভারতে অন্যান্য মসজিদের উপর আঘাত করা হবে।
ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে, ‘নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়।’ আরশাদ মাদানী সেই প্রসঙ্গে এই মন্তব্য করেছেন।
খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ
সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। আল্লাহর ঘর। মসজিদে নামাজ পড়ার মধ্যে আলাদা ফজিলত রয়েছে যা অন্য কোথাও নেই।
তিনি বলেন, এক এক ভারত মুসলমানদের ধর্মীয় বিষয়গুলোতে আঘাত করছে ভারত সরকার। নামাজের জন্যে মসজিদ আবশ্যক নয় এই রায় ভারতে মুসলমানরা কোন ভাবেই মেনে নিবে না। এই রায়ের ক্ষেত্রে আদালতকে দ্বিতীয় বার চিন্তাভাবনা করার আহ্বান জানান আরশাদ মাদানী।
উল্লেখ্য, বাবরি মসজিদ ধ্বংসের সাপেক্ষে ইসমাইল ফারুকির মামলায় ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট বলেছিল, সরকার মন্দির, মসজিদ, গির্জা সবই অধিগ্রহণ করতে পারে, যদি সংশ্লিষ্ট ধর্মে তার আলাদা কোনো তাৎপর্য না থাকে।
মসজিদ ইসলামের অপরিহার্য অংশ নয়। কারণ নামাজ যে কোনো জায়গাতেই পড়া যেতে পারে। মুসলিম সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর বেঞ্চে ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়।
চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
কিন্তু সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর দাবি খারিজ করে দিয়ে আগেকার ওই পুরোনো রায়ই বহাল রেখেছে।
তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চে প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি অশোক ভূষণ ওই রায় দিলেও বিচারপতি এস আব্দুল নাজির ভিন্ন মত পোষণ করেছেন।
তিনি মনে করেন, মসজিদ নামাজের অবিচ্ছেদ্য অঙ্গ কী না তা বিচারের জন্য পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ গঠন করা উচিত। সূত্র : ডেইলি হামারা সমাজ, উর্দু ডেইলি পত্রিকা।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার