আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার জনসভা করতে যাচ্ছে বিএনপি। দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হবে। এর মধ্যেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বলে জানা গেছে।
এককভাবে এ জনসভায় দলটি খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবি তুলে ধরা ছাড়াও ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী করা হবে তা নিয়েও ১২ লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরবে। কার্যত, এই জনসভার মাধ্যমে পুরো অক্টোবর জুড়েই রাজপথে সরব থাকতে চায় দলটি।
শতবর্ষ পরে ফিরে দেখা ইতিহাস বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি সফল ঐতিহাসিক জনসভার প্রস্তুতি নেয়া হয়েছে। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে।
জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। সেখানে তিনি সাত দফার কথা বলবেন। একই সঙ্গে ১২টি কর্মপরিকল্পনার কথা তুলে ধরবেন মির্জা ফখরুল।
এ ছাড়া জনসভা থেকে নীতিনির্ধারণী বক্তব্য, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের কর্মসূচি আসবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ দলটিকে ২২টি শর্তে এ জনসভার অনুমতি দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনসভার অনুমতি দিয়েছে। রোববার একটি সফল জনসভা হবে।
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
আরও পড়ুন- ক্রোয়েশিয়ার কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থানে হাফেজ শিহাবুল্লাহ
-আরএম