আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক বিবৃতিতে বাকস্বাধীনতা হরণে আইনের ব্যবহার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, এই আইন বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে আইনটি পুনর্বিবেচনা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাম্প্রতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা কোরে এ আইনে পরিবর্তন আনা হবে বলেও আশা প্রকাশ করেন বার্নিকাট।
আরো পড়ুন-
বিএনপি সরকারে এলে ৭ দিনেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
বৃহত্তর ঐক্য গড়ে আওয়ামী লীগকে একঘরে করা হবে
কারাগারে থেকেও জনসভায় আছেন খালেদা জিয়া