আওয়ার ইসলাম: এরদোগানের পর জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কারের দাবি জানিয়েছেন ভারত। ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি এবং সীমান্তে সন্ত্রাসবাদের স্থায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে এই আন্তর্জাতিক সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় তিনি এই আহ্বান জানান।
সুষমা স্বরাজ বলেন, জাতিসংঘের মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা আমাদের স্বীকার করতেই হবে। মৌলিক সংস্কারের অভাবে জাতিসংঘ তার তাৎপর্য হারিয়ে ফেলছে। তাই এটা শুরু করতে হবে আজই, আগামীকাল করলে অনেক দেরি হয়ে যাবে। এখনই যদি কোনও পদক্ষেপ না নেয়া হয়, তবে জোটবদ্ধতা ধসে পড়বে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আমরা বলতে পারি না যে এটা আমি ও আমার। জাতিসংঘের মূল নীতিগুলো একটি পরিবারের মতো হওয়া উচিত। লেনদেন নয়, ভালোবাসা দিয়ে একটি পরিবার গঠিত হয়।
সূত্র: এনডিটিভি
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
-আরএম/