আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার বিধ্বস্ত হয়েছে। মার্কিন মেরিন সেনাদের ব্যবহৃত উন্নত প্রযুক্তির এ স্টিলথ বিমান বিধ্বস্তের এটিই প্রথম ঘটনা। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার মেরিন কোরের ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। অত্যন্ত ব্যয়বহুল বিমানটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার সময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
তবে দুর্ঘটনার পর বিমান থেকে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। এক সেনা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তিনি বড় ধরনের কোন আঘাত পাননি।
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
এক বিবৃতিতে ওই দুর্ঘটনার কথা স্বীকার করে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পাইলটের কোন ক্ষতি হয়নি। এক সিট বিশিষ্ট বিমানটি থেকে তিনি নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় বেসামরিক কেউ হতাহত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি মেরিন ফাইটার অ্যাটাক ট্রেনিং স্কুয়াড্রোন ৫০১য়ের। বিমানটি কিভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করা হচ্ছে।
যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তা ছিল এফ-৩৫ ‘বি’ মডেলের যা মার্কিন মেরিন কোর ব্যবহার করে এবং এ বিমান সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড়তে এবং খাড়াভাবে ল্যান্ড করতে পারে।
মার্কিন বাহিনী এ বিমানকে মেরিন কোরের জন্য প্রধান যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করেছিল। এফ-৩৫ বিমান তৈরিতে প্রতিটির জন্য খরচ পড়ে অন্তত ১০ কোটি ডলার।
সূত্র: বিবিসি।
আরএম/