আওয়ার ইসলাম: শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে পম্পেও সাক্ষাত করেন।
এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে পম্পেওকে জানান।
ওই সাক্ষাত শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বৈঠককালে আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। একনেক ইভিএম প্রকল্প অনুমোদন করেছে এবং আমরা তা ব্যবহার করতে চাই।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং রোহিঙ্গা ইস্যু ও নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা এবং নির্বাচন ছাড়াও সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশিক্ষণের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে (ইউএনজিএ) অংশ নিয়ে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর ঢাকায় পৌঁছবেন। সূত্র: বাসস।
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
আরএম/