আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প এবং সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানান, শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে।
শতবর্ষ পরে ফিরে দেখা ইতিহাস বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ
৫৪০ জনের বেশি মানুষকে বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৯ জন নিখোঁজ রয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পার্বু নুগ্রুহু বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার প্রথমে ইন্দোনেশিয়া কেঁপে ওঠে তীব্র ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের উৎসস্থল (এপিসেন্টার) ছিল যেখানে, তার থেকে ৮০ কিলোমিটার দূরে পালু শহরে আছড়ে পড়ে সুনামি। পালু শহরে বসবাস করেন সাড়ে তিন লাখের বেশি মানুষ।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, কম্পনের মাত্রা ৭.৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে।
ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্র। ২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার।
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
আরও পড়ুন- সভাপতিকে না জানিয়েই মুসলিম লীগের কাউন্সিলের অভিযোগ
-আরএম/