আবদুল্লাহ তামিম: ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে গত এক মাসে চারশো চুয়াল্লিশ সন্দেহভাজন নিহত হয়েছে। এক বিবৃতিতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মাদক নিয়ন্ত্রক সংস্থা।
বলা হয়েছে, দুই বছর আগে শুরু হওয়া অভিযানে, এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫ হাজার। আটক হয়েছেন কমপক্ষে দেড় লাখ মানুষ।
জব্দ চল্লিশ কোটি ডলার মূল্যের মাদক। অবশ্য সরকারের দাবি, অভিযানে মাদক ব্যবসায়ীদের বাধার মুখে, গুলি চালানো হয়েছে।
শুরু থেকেই এ অভিযানে বিচারবহির্ভূত হত্যাকান্ড হচ্ছে বলে দাবি করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের দাবি দুই বছরে কমপক্ষে ১২ হাজার মানুষ নিহত হয়েছে।
এটি/আওয়ার ইসলাম
=আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক