আওয়ার ইসলাম: রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি হালিতে দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।
ইলিশ আহরণে নিষেধাজ্ঞার আগে সরবরাহ কমে যাওয়ার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে, শীতকালীন সবজির দাম বাড়তি থাকলেও স্থিতিশীল আছে মাংসের বাজার।
ইলিশের নিরাপদ প্রজননের জন্য আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। তাই শেষ সময়ে ইলিশ কেনার জন্য বাজারে ক্রেতাদের ভিড়ও বেশি। কিন্তু দাম শুনে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা।
গেলো সপ্তাহে এক কেজি বা তার চেয়ে বেশি আকারের প্রতি কেজি ইলিশ ১৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০০ থেকে হাজার টাকা। তবে, বাজার ভেদে রয়েছে দামের হেরফের।
এদিকে মৌসুম শুরু না হলেও বাজারে দেখা মিলছে শিম, মূলা, ফুলকপি সহ অন্যান্য শীতের সবজির। কিন্তু স্বাদ নিতে গুনতে হচ্ছে বেশি দাম। শিমের কেজি ১০০ টাকা, মূলা ৬০ টাকা আর ফুলকপির প্রতি পিছ ৬০ টাকা।
ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে। তবে অপরিবর্তিত আছে গরু ও খাশির মাংসের দাম।
এটি/আওয়ার ইসলাম
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক