শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আল্লামা আহমদ শফীর ঢাকার খলিফাগণ একত্রিত হচ্ছেন ৩ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ: শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর খলিফাগণ একত্রিত হচ্ছেন। এ উপলক্ষ্যে খানকায়ে মাদানীয়ার ঢাকাস্থ সব খলিফাকে নিয়ে অনুষ্ঠিত হবে তরবিয়াতি ও মাশওয়ারা মূলক অালোচনা সভা।

অাগামী ২২ মুহাররম, ০৩ অক্টোবর বুধবার সকাল দশটায় জামিয়া হুসাইনিয়া হামিউসসুন্নাহ মাদরাসায় এ তরবিয়াতি সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে হাটহাজারী খানকায়ে মাদানীয়া থেকে জামেয়া অারাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমাদ উদ্দিনের কাছে মাওলানা আনাস মাদানী স্বাক্ষরিত এক দাওয়াত নামা এসেছে পৌঁছেছে।

দাওয়াত নামায় বলা হয়, সম্মানিত খলিফাগণ, অামাদের শায়েখে হাটহাজারীর সাথে অাপনাদের রয়েছে এক বিশেষ সম্পর্ক৷ এবং নিঃসন্দেহে এটা একটা বড় নেয়ামত৷ হয়তো পৃথিবীতে এই সময় এর চেয়ে বড় কোনো নেয়ামত রয়েছে, অার এটাও সত্য যে এটা একটা জিম্মাদারী৷

অামাদের শায়েখ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী দীর্ঘ দিন ধরে অান্তরিকতার সাথে জোর পূর্বক বলে অাসছেন যেন উলামা-হযরতদের তার সাথে এক বিশেষ সম্পর্ক অার তার থেকে যারা খেলাফতের ইজাজত পেয়েছে তাদের যেন এক জায়গায় একত্রিত করা হয়৷

খলিফা হিসেবে যে জিম্মাদারী তাদের ওপর দেয়া হয়েছে তাদের যেন সে সম্পর্কে জানিয়ে দেয়া যায়। যাতে করে অামরা মিলেমিশে অনেক গুরুত্বের সাথে উম্মতের সংশোধনের দ্বীনি ফরজ অাদায় করতে পারি৷

এর ওপর ভিত্তি করে হযরত শাইখুল ইসলামের অাশা পূরণের জন্য, হাটহাজারী হযরতেরই নির্দেশে ঢাকার সব খলিফার জন্য এক তরবিয়াতি এবং পরামর্শ মূলক জলসার অায়োজন করা হয়েছে।

আমরা অাশাবাদি, অাপনারা সময় মত উক্ত মজলিসে উপস্থিত হয়ে হাটহাজারী হযরতের অন্তর খুশি করবেন। অার অাল্লাহ চাহেন তো অাপনার সম্পর্ক সালামত থাকবে৷

উল্লেখ্য, ঢাকায় আল্লামা শাহ আহমদ শফীর প্রায় ১০০ জন খলিফা রয়েছেন। যারা বিভিন্ন দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

একত্রিত হওয়ার স্থান: জামিয়া হুসাইনিয়া হামিউসসুন্নাহ মাদরাসা। যাতায়াত: ৪৩/৯ ক-খ স্বামীবাগ (সায়েদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন পার্কের পাশে) ঢাকা।

প্রয়োজনে: ০১৭১৬-৫৭৫১৬৪, ০১৫৫৪-৩১৮২৬১, ০১৮১৯-২৪৫৫০৩

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ