শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

‘ইমরান খানের অর্থনৈতিক পলিসি প্রথম দিনেই ফ্লপ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম ও মুত্তাহিদা মজলিসে আমাল (এমএমএ) এর প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান বলেছেন, তেহরিকে ইনসাফ (পিটিআই) পাকিস্তান জাতির ওপর বোমা নিক্ষেপ করছে। ইমরান খানের অর্থনৈতিক পলিসি প্রথম দিনেই ফ্লপ করেছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মসনদে বসার পরপরই চীনের আস্থা ক্ষতিগ্রস্ত করেছে। যার কারণে পাকিস্তানের সেনা প্রধানকে এর খেসারত দিতে চীনে যেতে হয়েছে।

পাকিস্তান থেকে বাংলাদেশ : আমার দেখা রাজনীতির ৪৩ বৎসর

জি-নিউজের বরাতে ডেইলি পাকিস্তান জানিয়েছে, মুলতান এলকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা ফজলুর রহমান বলেন, তেহরিকে ইনসাফ (পিটিআই) পাকিস্তানের জনগণের ওপর নানান নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের প্রাথমিক পদক্ষেপেই অর্থনৈতিক নীতিতে ফাঁটল দেখা দিয়েছে।

তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবেই সমস্যা নয় কূটনৈতিক সম্পর্কের বিষয়েও ভুল করেছে পিটিঅাই।

তিনি গুরুত্বের সঙ্গে বলেন, পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সি-প্যাক প্লান অনেক গুরুত্ব বহন করে। পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এটিকে একটি মেরুদণ্ড হিসেবে ধরা হয়।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কিন্তু বর্তমান সরকার চীনের আস্থা নষ্ট করে তা ফিরিয়ে আনতে সেনাপ্রধানকে চীনে পাঠিয়েও মারাত্মক ভুল করেছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমরা অতীতের দিকে তাকিয়ে দুঃখ করতে চাই না। ভবিষ্যতের দিকে তাকিয়ে পাকিস্তানের উন্নতির দিকে লক্ষ্য দেয়া উচিত।

আমরা বিরোধী দলের বিভাজনও দেখতে চাই না, তাই আমি নওয়াজ শরিফের সাথে কথা বলেছি। আসিফ জারদারির সাথেও এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ।

-আরআর

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ