শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আসাদ ক্ষমতায় থাকলে সিরিয়ায় শান্তি অসম্ভব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির ক্ষমতায় থাকা অবস্থায় দেশটিতে শান্তি প্রক্রিয়া চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের অবকাশে বুধবার প্রেসিডেন্ট এরদোগান আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

প্রেসিডেন্ট এরদোগান জানান, সিরিয়ার উত্তরের ইদলিব প্রদেশে প্রস্তাবিত বেসামরিক অঞ্চল থেকে সশস্ত্র বিদ্রোহীরা চলে যেতে শুরু করেছে।

তুরস্ক দীর্ঘদিন ধরে বলে আসছে, আসাদকে অবশ্যই চলে যেতে হবে। যদি বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতায় থাকে তাহলে রাজনৈতিক স্থিতিশীল সিরিয়া প্রতিষ্ঠা সম্ভব নয়। যে ব্যক্তি তার নিজ দেশের শত সহস্র মানুষ হত্যা করে তার ক্ষমতায় থাকা উচিত নয়।

এরদোগান গত বছর ডিসেম্বরে বলেছিলেন, ‘আমরা ভবিষ্যতে কীভাবে এমন ব্যক্তিকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবো যে প্রায় ১ মিলিয়ন নিজ দেশের নাগরিককে হত্যা করেছে?’

তিনি বলেন, ‘আমি পুনরায় পরিস্কারভাবে বলতে চাই, আসাদ একজন সন্ত্রাসী। সে রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালনা করছে।’ সিরিয়ায় এখন কোন শান্তি নেই। যতদিন আসাদ থাকবে শান্তি সম্ভবও নয়।’

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

রয়টার্সে দেয়া সাক্ষাতকারে এরদোগান বলেন, ‘ইদলিবের নিরাপদ অঞ্চল অস্ত্রমুক্ত এলাকা। এটা ইদলিববাসীর স্বপ্ন ছিল। তারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।’

রাশিয়ার সাথে তুরস্কের ইদলিব প্রসঙ্গে সমঝোতা অনুযায়ী প্রস্তাবিত বেসামরিক এলাকা পাহারা দিবে তুরস্ক এবং রাশিয়ার সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হটাতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী অভিযান শুরু করলে সিরিয়াতে গৃহযুদ্ধ বেধে যায়। সেই থেকে গত ৮ বছর ধরে দেশটিতে বিভিন্ন পক্ষ যুদ্ধে লিপ্ত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এরদোগানের জন্য জীবন দিয়ে দেব (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ