আওয়ার ইসলাম: ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার বোয়িং ৭৩৭ উড়োজাহাজ যান্ত্রিক ক্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে।
তবে এর ১৭১ যাত্রী ও ৭ ক্রু নিরাপদে আছেন। এতে বিমানের বেশ ক্ষতি হয়েছে। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ আছে।
এর আগে গত সপ্তাহেও বোয়িং ৭৩৭ বিমানটি শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের পরে অবতরণ করে।
জরুরি অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বেলা সাড়ে এগারোটায় ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।
কিছুক্ষণ পর চাকায় ত্রুটি ধরা পড়লে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার