আওয়ার ইসলাম: নির্বাচন প্রক্রিয়া, আন্দোলন ও আগামীর পথ পদ্ধতি নির্ধারণ করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতারা।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।
জানা যায়, বৈঠকে বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। এছাড়াও সাংগঠনিক ভীত তৈরিতে আলোচনা হবে বৈঠকে।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
বৈঠকে উপস্থিত রয়েছেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন।
অনুষ্ঠানে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যান্য নেতাও উপস্থিত হবেন বলে জানা গেছে।
তবে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেবেন না।
তার প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ। বৈঠকে সভাপতিত্ব করছেন ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বিসফটি – বিস্তারিত জানুন
-আরআর